Home আন্তর্জাতিক রাশিয়ার ৭ আর্মি জেনারেল নিহত

রাশিয়ার ৭ আর্মি জেনারেল নিহত

বিজনেসটুডে২৪ ডেস্ক

রাশিয়ার  অন্তত সাতজন আর্মি জেনারেল যুদ্ধে মারা গেছেন বলে   ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দাবি করা হয়েছে।  রাশিয়ার  অস্ত্রশস্ত্রও ধ্বংস হয়েছে বিপুল পরিমাণে। অবশ্য, কোনও নিরপেক্ষ সূত্র থেকে এই তথ্যের সততা যাচাই করা যায়নি। রাশিয়া এখনও পর্যন্ত কোনও জেনারেল বা উচ্চপদস্থ কম্যান্ডারের মৃত্যুর খবর স্বীকার করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণলয় গত শুক্রবার দাবি করে, খেরসনের কাছে চোরনোবাইভকা অঞ্চলে রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানৎসভ নিহত হন। তাঁর আগে আরও ছ’জন জেনারেল নিহত হয়েছেন।

নিউ ইয়র্কের গবেষণা সংস্থা সাউফান সেন্টারের ডিরেক্টর কলিন ক্লার্ক বলেন, “সাতজন জেনারেল মারা গিয়েছেন কিনা সন্দেহ আছে। তবে একটা কথা সত্যি যে, রুশ সেনার কম্যান্ড দুর্বল হয়ে পড়েছে। তাদের কমিউনিকেশন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে ইউক্রেনের সেনা।”

টেলিগ্রাম অ্যাপে পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল ও কম্যান্ডারদের অনেকে মারা পড়েছেন। মনে হয়, যথেষ্ট প্রস্তুতি না নিয়েই ইউক্রেন আক্রমণ করেছিল রুশ সেনা। যুদ্ধে ক্ষয়ক্ষতির মুখে পড়ে রাশিয়ার সৈনিকরা মনোবল হারিয়ে ফেলেছে।

 

ফ্রান্সের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ অফিসার বলেন, রুশ সেনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ। তারা অনেকগুলি কৌশলগত ভুল করেছে। ফলে সেনাপ্রধানরা যুদ্ধের ফ্রন্টলাইনে যেতে বাধ্য হচ্ছেন। তাঁর কথায়, “নিচুতলার সৈনিকরা সম্ভবত জেনারেলদের নির্দেশ ঠিকমতো বুঝতে পারছেন না। এর ফলে সেনাকর্তাদের ফ্রন্টলাইনে যেতে হচ্ছে”।