Home First Lead রিজার্ভ ছাড়িয়ে গেল ৪১ বিলিয়ন ডলার

রিজার্ভ ছাড়িয়ে গেল ৪১ বিলিয়ন ডলার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রিজার্ভ ছাড়িয়ে গেছে ৪১ বিলিয়ন ডলার। এটা বাংলাদেশ ব্যাংকের ২৯ অক্টোবরশেষে হিসাব।

দেশের ১০ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে বর্তমান রিজার্ভে।

গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪০ ডলারের মাইলফলক অতিক্রম করে।

গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ৭ মাসে ৮৬১ কোটি ডলার বেড়ে এ পর্যায়ে এসেছে।

একদিকে আমদানি হ্রাস পেয়েছে আর অন্যদিকে বেড়েছে রেমিটেন্স ও রপ্তানি আয়। করোনা সংকটের মধ্যে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন বিদেশি সংস্থা থেকে প্রচুর ঋণ পাচ্ছে সরকার। এতে রেকর্ড হচ্ছে রিজার্ভে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এ সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩ শতাংশ। একই সময়ে বাণিজ্য ঘাটতিও ৪৭ শতাংশ কমেছে। প্রবাসী আয় এসেছে ৬৭১ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি।

চলতি প্রথম প্রান্তিকে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ৩৫৩ কোটি ৪০ লাখ ডলার উদ্বৃত্ত রয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে ৭১ কোটি ৫০ লাখ ডলার ঘাটতি ছিল। তা বৈদেশিক মুদ্রার রিজার্ভে একের পর এক রেকর্ডের  অন্যতম কারণ।

২০১৯-২০ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে মোট এক হাজার ৮২০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান প্রবাসীরা। ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় যা ১৭৯  কোটি ডলার বা ১০ দশমিক ৮৮ শতাংশ বেশি।