বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
মাত্র ১৪ দিনের ব্যবধানে রিজার্ভে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ১৫ ডিসেম্বর রিজার্ভ প্রথমবারের মতো ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করে।
চলতি মাসের প্রথম ২৯ দিনে ১৯১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর ফলে বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ৪ হাজার ৩১৭ কোটি ডলার। এক মাসে রিজার্ভে নতুন দুটি মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয় ছাড়াও বিদেশি ঋণ সহায়তা ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে। এ সময় আমদানির পরিমাণও কমেছে। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশের কাছে এখন যে পরিমাণ বিদেশি মুদ্রার মজুদ আছে, তা দিয়ে ১০ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। করোনাভাইরাসের প্রভাব শুরুর পর গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩ হাজার ২৩৯ কোটি ডলার। এরপর ৯ মাসে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়াল।