দিল্লি: দুশ্চিন্তার মধ্যে আগ্রার ‘রুটিওয়ালি আম্মা’। তাঁর আসল নাম যে ভগবান দেবী তা অনেকেই জানেন না, তবে ‘রুটিওয়ালি আম্মা’ হিসেবে তাঁকে চেনে আগ্রাবাসী।
তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। দুই ছেলে থাকলেও তাঁরা মা’কে নিজের সঙ্গে রাখতে রাজি না। তাই নিজের পেট ভরাতে অন্যদের খাবার জোগান দেন রুটিওয়ালা আম্মা।
আম্মা ২০ টাকার বিনিময়ে এক থালা খাবার দেন। প্লেটে থাকে ডাল, শাকসবজি, ভাত এবং রুটি। এর বিনিময়ে যা উপার্জন হয়, তা দিয়ে কোনও মতে কাজ চালিয়ে নেন তিনি।
সাধারণত আম্মার কাছে শ্রমিক, রিকশা চালকরা রুটি ও খাবার খেতে আসে। কিন্তু বর্তমানে এই অবস্থার দরুণ তাঁরাও তেমন ভাবে আসছে না। যে কারণে সমস্যায় পড়েছেন আম্মা।
আম্মা রাস্তার পাশে বসেন। মাঝে মাঝেই তাঁকে সেখান থেকে হঠিয়ে দেওয়া হয়। পরে আবার তিনি সেখানে বা তাঁর আশে পাশে বসেন, দিন গুজরান করার জন্য।
আম্মার বক্তব্য, কেউই তাঁর পাশে দাঁড়াচ্ছে না, যদি তাঁর পাশে কেউ দাঁড়াত, তবে এমন পরিস্থিতি হত না।
আম্মা জানিয়েছেন, “লোকেদের খাইয়ে আমি নিজের দিন চালাচ্ছি। আগামী দিনে যদি আমাকে এখান থেকেও সরিয়ে দেওয়া হয়, তবে আমি কোথায় যাব?” পাশাপাশি আক্ষেপের সুরে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, “যদি কোথাও দোকান পেতাম, যার সাহায্যে আমি নিজের দিন কাটাতে পারতাম। “
-বিজনেসটুডে২৪ ডেস্ক