জুলহাজ ইব্রাহিম
* অধিকাংশ প্রতিষ্ঠানের নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা
* সংযুক্ত চার সড়কেই যানজট ও জনভোগান্তি
* রাস্তার উপর গাড়ি পার্কিং করলে মামলা: ডিসি ট্রাফিক (উত্তর)
চট্টগ্রাম: দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে নির্মিত রুপালী গিটারের বাচ্চু সত্বরের সাথে সংযুক্ত চারটি সড়কেই অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্টি হয় যানজট, রোগীসহ জনসাধারণের চলাচলে পোহাতে হয় ভোগান্তি। ফলে রাস্তা সম্প্রসারণের পরেও যানজটমুক্ত হয়নি নাম পরিবর্তন হয়ে গড়ে উঠা প্রবর্তক মোড় থেকে আইয়ুব বাচ্চু সত্বর।
সরেজমিনে দেখা যায়, রুপালী গিটার ভাস্কর্যের সম্মুকদিকে গোল পাহাড়ের মোড় হতে প্রবর্তক মোড় পর্যন্ত ৪৫০ ফিট সড়কটিতে বেসরকারি হাসপাতাল সিএসসিআর, সেবা ডায়াগনস্টিক সেন্টার, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড, বেবি কেয়ার, এমএফসিসহ বেশ কিছু চিকিৎসালয় ও রেস্টুরেন্ট রয়েছে, যাদের অধিকাংশেরই নেই নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা। ফলে এসব প্রতিষ্ঠানে আগতদের গাড়ি সড়কের উপরেই যত্রতত্রভাবে পার্ক করছে, সড়কে গাড়ি দাঁড় করিয়ে রোগী বা যাত্রী উঠানামা করছে, রাস্তার উপরেই সারিবদ্ধভাবে পার্ক করা আছে অসংখ্য মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কারসহ নানান যানবাহন। যার ফলে এই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে যানজটের সৃষ্টি হচ্ছে এবং চলাচলে ভোগান্তিতে পড়ছে পথচারীরা।
আশিকুর রহমান নামে এক পথচারী বলেন, এই রোডে অবস্থিত হাসপাতাল, ক্লিনিক ও রেস্টুরেন্টগুলোতে আসা যানবাহনগুলো রাস্তার ওপরেই অবস্থানের কারণে মানুষের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এত বড় বড় ভবন নির্মাণ করতে পারে অথচ সেই ভবনে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখতে পারেনা। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক সিএসসিআরের এক নিরাপত্তাকর্মী বিজনেসটুডে২৪-কে বলেন, এখানে শুধুমাত্র হাসপাতালের মালিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অন্য কোন গাড়ি পার্কিংয়ে রাখতে দেয়া হয় না, তাই হাসপাতালে আসা রোগী ও মানুষের গাড়ি বাইরে রাস্তার উপরেই পার্কিং করে। এমনিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই, সেখানে জেনারেটরসহ নানান সরঞ্জাম রাখার কারণে পার্কিংয়ের জায়গা আরো ছোট হয়ে গেছে। হাসপাতালটির মালিকও রয়েছে অনেক, তাদের সবার গাড়িই এখন সেখানে রাখা যায় না।
আইয়ুব বাচ্চু সত্বরের পূর্বাংশের সংযুক্ত সড়কটি হলো কে বি ফজলুল কাদের রোড। এই সড়কে চট্টগ্রাম সরকারি মেডিকেলের প্রধান ফটকের বিপরীতে রয়েছে বেসরকারি চিকিৎসালয় ইপিক হেল্থ কেয়ার, ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি ছোট-বড় ক্লিনিক। যাদের অধিকাংশেরই নেই নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত অসংখ্য রোগী নিয়ে ছুটে আসা যানবাহনগুলো রাস্তার উপরেই দাঁড় করিয়ে রোগী উঠা নামা করছে, যেখানে সেখানে পার্কিং করা আছে অসংখ্য সিএনজি ও প্রাইভেট কার। ফলে যানজটের মতো জনভোগান্তি লেগেই আছে।
এদিকে আইয়ুব বাচ্চু সত্বরের উত্তরাংশে ওআর নিজাম রোডে বেসরকারি হাসপাতাল শেভরন, চেকআপ ডায়াগনস্টিক সেন্টারের মতো ক্লিনিকগুলোতেও নেই নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা।
এছাড়া রুপালী গিটার ভাস্কর্যের পশ্চিমাংশে সংযুক্ত সড়কটি হলো বায়েজিদ বোস্তামি রোড। এই সড়কে মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, রুপনগর কমিউনিটি সেন্টারসহ বেশ কিছু শপিংমল ও রেস্টুরেন্ট রয়েছে। এসবের অধিকাংশেরই নেই নিজস্ব পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কেও চলাচলরত যানবাহন ও মানুষজনকে যানজটের ভোগান্তি পোহাতে হয়।
আইয়ুব বাচ্চু সত্বরের সাথে সংযুক্ত এই চার সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের পাশাপাশি রয়েছে ফুটপাত দখল করে অবৈধ হকার বাণিজ্যও। ফলে এই চার সড়কের যানজটের প্রভাবে আইয়ুব বাচ্চু চত্বরের রাস্তা সম্প্রসারণের পরেও যানজট নিরসন হয়নি।
এব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের ডিসি মো. মিলন মাহমুদ বলেন, এই সড়কগুলোতে অবস্থিত হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু কিছুতে নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা থাকলেও অধিকাংশের তা নেই। ফলে যেসব প্রতিষ্ঠানে নিজস্ব পার্কিং নেই সেসব প্রতিষ্ঠানে আগত গাড়িসমূহ রাস্তার উপরে দাঁড়িয়েই যাত্রী উঠানামা করে, ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা এসব গাড়ি যেন রাস্তার উপর অবস্থান করতে না পারে সে ব্যাপারে কাজ করছি। যেসব গাড়ি রাস্তার উপর পার্ক করছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। যেসব বড় বড় প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা নেই তাদেরকে আমরা মৌখিকভাবে অবগত করছি এবং যে কোন প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর যদি পার্কিং জোন বানানো হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিব।