বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: ভারত থেকে রেলপথে পাথর আমদানি শুরু হয়েছে। প্রথম চালানটি দিনাজপুরের হিলি স্থল বন্দরে পৌঁছেছে।
সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পাথরের প্রচুর চাহিদা। বিভিন্ন দেশ থেকে সমুদ্র পথে জাহাজে জাহাজে পাথর আমদানি হয় চট্টগ্রাম বন্দরে। প্রতিবেশি ভারত থেকেও আমদানি হয় সড়কপথে।
রেলপথে এই প্রথম আমদানি হলো। আমদানি করেছেন পুঠিয়ার বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল। প্রথম চালানে আমদানি হয়েছে ২,৪১১ টন। শুক্রবার এই পাথর নিয়ে মালগাড়ি এসেছে হিলিতে।
পাথর ব্যবসায়ীরা জানান, সড়ক পথে ইতিপূর্বে পাথর আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। লকডাউনে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পাথর আসেনি। তাতে বিভিন্ন স্থানে উন্নয়ন কাজ ব্যাহত হয়েছে। এ অবস্থার মধ্যে আমদানি হলো রেলপথে। পাথরের বোঝাই নিয়ে হিলি এসেছে ৪১টি বগি। বিরল হয়ে প্রবেশ করেছে ট্রেনটি।