বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান করা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন।
পদকপ্রাপ্ত নারীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কর্নেল ডা. নাজমা বেগম, উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, নারী নেত্রী বেগম মুশতারী শফী ও বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
পদকপ্রাপ্ত বেগম মুশতারী শফী বলেন, ৮৩ বছর বয়সে আমি পদক পেলাম, আমি সত্যিই খুব আনন্দিত।
১৯৯৫ সাল থেকে ‘বেগম রোকেয়া পদক’ নামে এই রাষ্ট্রীয় পদক প্রবর্তন করা হয়। বেগম রোকেয়া পদক নীতিমালা-২০১৭ অনুসারে নারীদের জন্য এ পদকটি দেশের সর্বোচ্চ পুরস্কার।
নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন ও সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সফল নারীদের এ পদক প্রদান করা হয়।