বিজনেসটুডে২৪ ডেস্ক: প্রতিবছর রমযান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। কারণ, ইসলামিক বর্ষপঞ্জি মূলত চন্দ্র হিজরি বর্ষপঞ্জি অনুসারে তৈরি। চান্দ্রবছর সৌরবছরের তুলনায় ১১ দিন ছোট। তাই ২০৩০ সালে এক বছরে দুবার রমযান হবে। প্রথমটি ৫ জানুয়ারি থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিশ্বের বিভিন্ন দেশে দিনের আলো ভিন্ন ভিন্ন সময় পর্যন্ত থাকে। ফলে সেকি অনুযায়ী রোযা পালনের সময়ের হেরফের হয়। এবার চিলি ও নিউজিল্যান্ডের মতো বিশ্বের সর্ব দক্ষিণের দেশগুলোতে মুসলিমরা প্রায় ১৩ ঘণ্টা রোযা রাখছেন। আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো সর্ব উত্তরের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা ১৬ ঘণ্টা বা তার বেশি সময় ধরে রোজা রাখছেন। সে হিসাবে তাঁরা সবচেয়ে বেশি সময় রোযা রাখছেন।
এ বছর উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলিমদের জন্য রোজার সময় কিছুটা কমে আসবে এবং ২০৩১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কমবে। বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে এর বিপরীতটি ঘটবে।
♦ ১৬ ঘণ্টা রোযা
⇒ গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড
♦ ১৫ ঘণ্টা রোযা
⇒ ফিনল্যান্ড ,নরওয়ে , সুইডেন,স্কটল্যান্ড
♦ ১৪ ঘণ্টা রোযা
⇒ জার্মানি, আয়ারল্যান্ড, রাশিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড-, কাজাখস্তান , বেলজিয়াম, যুক্তরাজ্য , সুইজারল্যান্ড, রুমানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা,বুলগেরিয়া, ইতালি,স্পেন, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাষ্ট্র,কানাডা, চিন
♦ ১৩ ঘণ্টা রোযা
⇒ গ্রিস,পর্তুগাল,জাপান,যুক্তরাষ্ট্র,তিউনিসিয়া ,আলজেরিয়া,ইরান ,আফগানিস্তান,ভারত,বাংলাদেশ ,মরক্কো,সিরিয়া,পাকিস্তান ,ইরাক,লেবানন,জর্ডান , ফিলিস্তিন.মিসর,কাতার,সংযুক্ত আরব আমিরাত,সুদান,সৌদি আরব ,নাইজেরিয়া ,ইয়েমেন, সেনেগাল,ইথিওপিয়া,আর্জেন্টিনা,শ্রীলঙ্কা,মালয়েশিয়া ,সোমালিয়া ,প্যারাগুয়ে,কেনিয়া,জিম্বাবুয়ে ,ইন্দোনেশিয়া ,অ্যাঙ্গোলা , থাইল্যান্ড ,ব্রাজিল,দক্ষিণ আফ্রিকা,উরুগুয়ে,অস্ট্রেলিয়া,, চিলি,নিউজিল্যান্ড