Home সারাদেশ রোজিনার মুক্তি দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

রোজিনার মুক্তি দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুড়িগ্রাম: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে গণকমিটি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার(১৮ মে) সকাল ১১.৩০ মিনিটে সদর উপজেলার কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মানববন্ধনে গণকমিটির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন গণকমিটি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও টাইম বাংলা নিউজ.কম এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, সদস্য জিল্লুর রহমান, পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, সাংবাদিক সুজন মোহন্ত প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পন। রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতিসহ সমাজের অসঙ্গতিগুলো সাংবাদিকগণ গণমাধ্যমে তুলে ধরেন বলেই জাতি তা জানতে পারেন। এর ফলে অনিয়ম-দুর্নীতি অনেকাংশে কমে আসে। ফলশ্রুতিতে রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যায়।

বক্তাগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনেস্তাকারীদের কঠোর শাস্তি দাবী করেন।