বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারে নথিবদ্ধ বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ২০২১ সালে নিট মুনাফা করেছে ৩৮৮ কোটি টাকা। ২০২০ সালের তুলনায় প্রবৃদ্ধি ৬৪ শতাংশ। এ সময়ে পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি ২৭ শতাংশ।
সোমবার কোম্পানির বোর্ড সভায় এ তথ্য প্রকাশ করা হয়। সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বমোট ২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানির ইতিহাসে এটা সর্বেোচ্চ। এর আগে কোম্পানির সর্বোচ্চ লভ্যাংশ ১০ শতাংশে সীমাবদ্ধ ছিল।
২০২১ সালে লাফার্জহোলসিমের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ৩ পয়সা। শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানে নিট মুনাফা থেকে কোম্পানিটি ২৯০ কোটি টাকা ব্যয় করবে। ঘোষিত লভ্যাংশের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২১ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে তারা।
সভা শেষে লাফার্জহোলসিম জানিয়েছে, ২০২১ সালে কোম্পানিটি পণ্য বিক্রি থেকে আয় করেছে ২ হাজার ৫৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। ২০২০ সালে নিট বিক্রি ছিল ১ হাজার ৬২২ কোটি টাকা। উৎপাদন ব্যয়, প্রশাসনিক, বিক্রয়, বিতরণ ও বিপণন ব্যয় শেষে ২০২১ সালে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৪৮৪ কোটি টাকা, যা আগের বছরে ছিল ২৯৫ কোটি ৪০ লাখ টাকা। এ সময় পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৬৪ শতাংশ। সুদ ব্যয়, লভ্যাংশে কর্মীর হিস্যা ও কর পরিশোধের পর ২০২১ সালে লাফার্জহোলসিমের নিট মুনাফা হয়েছে ৩৮৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৩৬ কোটি টাকা।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা গণমাধ্যমকে বলেছেন, ২০২১ সাল আমাদের সবার জন্যই একটি কঠিন সময় ছিল, কেননা এই সময়টাতে আমরা অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। তা সত্ত্বেও রেকর্ড পরিমাণ বিক্রি ও নিট মুনাফায় আমরা আনন্দিত। উদ্ভাবনী ও টেকসই সমাধানে দেশে নেতৃত্বস্থান অর্জনে আমাদের কোম্পানির কর্মীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাজেশ সুরানা। ২০২১ সালে আমরা নতুন দুটি গ্রিন ও বিশেষায়িত সিমেন্ট ‘ওয়াটার প্রোটেক্ট’ ও ‘শক্তি’ বাজারে এনেছি; উভয় পণ্যই বাজারে গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। কোম্পানির ডিজিটাল উদ্যোগ ‘স্বজন’ ও ‘ই-কমার্স প্ল্যাটফর্ম’ নতুন মাইলফলক অতিক্রম করেছে।