Home Second Lead লালমনিরহাট ও কালীগঞ্জে কালবৈশাখী

লালমনিরহাট ও কালীগঞ্জে কালবৈশাখী

লালমনিরহাটে ঝড়ের তাণ্ডব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটের কালীগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুরে কাল বৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি লণ্ডভণ্ড এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ  ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে।  আহত হয়েছেন ৮ জন। সকাল ৭টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় ঝড় আঘাত হানে।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের  জিনিসপত্র। অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

পার্বতীপুর

সোমবার রাতে পার্বতীপুর শহরের উপর দিয়ে বয়ে যায়  কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক বসতবাড়ি লণ্ডভণ্ড, দোকান-পাট, আধাপাকা ধান, আম, ভুট্টাসহ সবজির  ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ে প্রায় ৩ শতাধিক ফলবানসহ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে গোটা উপজেলা।

হামিদপুর ইউনিয়নের ধাপেরবাজারের দোকান-পাট, ইউসুফপুর, দুধিপুর, পশ্চিম দুধিপুর, রামভাদ্রপুর, টুনিয়ারা, শেরপুর, পাটিকাঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে বাড়ি-ঘর ছাড়াও ফসলি জমি এবং গাছ-গাছালির ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুজ্জামান জানান ধান, আম, লিচু ভুট্টাক্ষেত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য প্রতিবেদন তৈরি করা হচ্ছে।