বিজনেসটুডে২৪ ডেস্ক
লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে যুক্ত হাফতার জঙ্গিগোষ্টির সদস্য আল-মিশাই ড্রোন হামলায় নিহত হয়েছেন।
লিবিয়ার প্রভাবশালী গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভারের ভেরিফায়েড টুইটারের খবর অনুযায়ী, আল-মিশাই হাফতার জঙ্গিগোষ্টির সদস্য ছিলেন। গারিয়ান অঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর ড্রোন হামলায় মঙ্গলবার তিনি মারা যান। ড্রোন হামলার খবর লিবিয়া সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি বিবৃতিতে কারো নাম দেখা যায়নি। লিবিয়া অবজারভার টুইটে নাম জানিয়েছে।
পত্রিকাটি লিখেছে, ‘মিজদা শহরে ২৬ বাংলাদেশি এবং ৪ আফ্রিকান অভিবাসী হত্যার ঘটনায় আল-মিশাই অভিযুক্ত ছিলেন।’
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় জঙ্গিদের ৯টি গাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে।
গত মাসের ২৮ তারিখ ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয় । এক পাচারকারী আফ্রিকান অভিবাসীদের হাতে খুন হওয়ার পর তার সহযোগী এবং আত্মীয়স্বজনেরা ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান। এই ঘটনায় মারাত্মকভাবে আহত হন আরও ১১ জন বাংলাদেশি ।