Home Third Lead বৃহত্তম সমুদ্র-কচ্ছপ ‘লেদারব্যাক’

বৃহত্তম সমুদ্র-কচ্ছপ ‘লেদারব্যাক’

বিজনেসটুডে২৪ ডেস্ক

২০০৪ সালের ভয়ানক সুনামির পরে বিপর্যয়ের মুখে পড়েছিল তারা। এতদিন পরে কেটেছে সংকট। ফের সংখ্যায় বেড়েছে তারা। তাদের পোশাকি নাম ‘লেদারব্যাক’ (Leatherback Turtle)। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ তারা। ৭০০ কেজি পর্যন্তও ওজন হয় তাদের!

Incredible Moment World's Largest Sea Turtle Emerges From The Sea - Kingdoms TV

মূলত আন্দমান-নিকোবরে দ্বীপপুঞ্জেই দেখা যায় এই কচ্ছপ। খোলসের উপরে কালো চামড়ার মতো আস্তরণ থাকায় এদের নাম লেদারব্যাক। জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) জানিয়েছে, গ্রেট নিকোবর দ্বীপের বাতাবরণ এই জাতীয় কচ্ছপের পক্ষে আদর্শ। তাই এখানেই বাসা বাঁধে এই কচ্ছপ।

Leatherback Sea Turtles: Giants of Andaman and Nicobar Islands | RoundGlass | Sustain

২০০৪ থেকে এদের আনাগোনা কমে গেলেও, গত চার বছরে লেদারব্যাকের (Leatherback Turtle) বাসা বাঁধা, ডিম পাড়া এবং ডিম ফুটে বাচ্চার জন্ম— সব কিছুই অনেকটা বেড়েছে। ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিম ফুটে এই কচ্ছপের বাচ্চার জন্মহারে বৃদ্ধি ঘটেছিল ২১ শতাংশ। ২০১৯ থেকে ২০২০ সালে ওই সংখ্যাটি হয় ১৪৭ শতাংশ। পোর্টব্লেয়ারের জেডএসআই আধিকারিক চন্দ্রকাসন শিবাপেরুমন এমনটাই জানিয়েছেন।

Leatherback turtles in the Andamans: Highest number of turtle nests in a decade found this year-India News , Firstpost

 

জানা গেছে, নিকোবরের পশ্চিম উপকূলে ডাগমার ও আলেকজান্দেরা নদীর মুখে এবং দক্ষিণ-পূর্ব উপসাগর বরাবর গ্যালাথিয়া বে’র মুখে এই ধরনের অসংখ্য কচ্ছপের আনাগোনা লক্ষ করা যায় গত কয়েক বছরে। তাই গ্যালাথিয়া সৈকতের ২৫৫টি কচ্ছপের বাসা নিয়ে সমীক্ষা চালানো হয়। দেখা যায়, ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ১১৪টি কচ্ছপ বাসা বেঁধেছিল এখানে। এর পরে সুনামির পরে, ২০০৪ সালের নভেম্বরে ৮৪টি বাসা বেঁধেছিল তারা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, গত তিনটি প্রজনন ঋতুতে এই গ্যালাথিয়াতেই ৪৫০টি লেদারব্যাকের (Leatherback Turtle) বাসা চোখে পড়েছে বিজ্ঞানীদের!

Thousands of turtle eggs destroyed in excavation | The Independent | The Independent

জেডএসআই জানিয়েছে, এই কচ্ছপগুলির উপর নজর রাখার কাজ শুরু হয়েছে আলাদা করে। এই কচ্ছপগুলির প্রজনন, ডিম, কচ্ছপছানা, পূর্ণবয়স্ক স্ত্রী কচ্ছপের আকৃতির পুঙ্খাণুপুঙ্খ হিসেব রাখার পাশাপাশি বাসা বাঁধার ধরনধারণের উপরেও নজর রাখতে গবেষণা চালানো হচ্ছে। এ জন্য প্রজননের সময় ১৫২টি লেদারব্যাক কচ্ছপকে ট্যাগিং করাও হয়েছে।