Home শেয়ারবাজার লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। মঙ্গলবার (১২ জানুয়ারি) কোম্পানিটির মোট ১১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মঙ্গলবার কোম্পানিটি মোট ২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার শেয়ার হাতবদল করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৫৪ লাখ ৯৬ হাজার ৯৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৬৯ লাখ টাকা।

বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১১ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রীড, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।