Home সারাদেশ লেভেল ক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা দিল ট্রেন

লেভেল ক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা দিল ট্রেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুমিল্লা: শহরে প্রবেশ পথে শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পড়া সকলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক ফরিদ মুন্সী (৭০) কে মৃত ঘোষণা করে।

আহতরা হলেন, নিহতের স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও ভাগনে সিএনজি চালক রাকিবুল (৩০)।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার (মালবাহী) ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয়া হয়েছে।