চট্টগ্রামঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় খান ফাউন্ডেশন আয়োজিত লোহাগাড়ায় চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ফেব্রুয়ারি) চুনতির সীরাত ময়দানে এই চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে এলাকার সুবিধা বঞ্চিত ১০০০ (এক হাজার) জন রোগীকে বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসাসেবা দেয়া হয়। এদের মধ্যে ১৩২জন রোগীকে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয়।পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে সনাক্তকারী রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, জোন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন জামাল উদ্দিন, ক্লাব ডিরেক্টর লায়ন সুরাইয়া জান্নাত এফসিএ, টেমার লায়ন শিপ্রা বড়ুয়া, খান ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
-সংবাদ বিজ্ঞপ্তি।