চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা,কবি, কলামিস্ট ইদরিস আলমের ১৫তম মৃত্যুবার্ষিকী ৬ নভেম্বর শনিবার ।
এই উপলক্ষে বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ মহানগর দলীয় কার্যালয়ে স্মরণ সভা আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আলোড়ন স্মৃষ্টিকারী রাজনীতিবিদ, কলামিস্ট এবং “আমরা তখন যুদ্ধে” গ্রন্থের লেখক ইদরিস আলম ১৯৪৪ সালের ৩১ ডিসেম্বর দক্ষিণ বাকলিয়া মনোহর আলী মাস্টার বাড়ীতে জম্মগ্রহন করেন এবং ২০০৬ সালের ৬ নভেম্বর ৬৩ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা,কবি, কলামিস্ট ইদরিস আলম চট্টগ্রাম নগরীর সবচেয়ে অবহেলিত, অনুন্নত ও শিক্ষাবিমুখ এলাকা বৃহত্তর বাকলিয়ায় শিক্ষার আলো জ্বালানোর লক্ষ্যে স্বাধীনতা উত্তর সময়ে চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর চাকতাই বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেটি বর্তমানে চর চাকতাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় নামে পরিচিত।