বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শনিবার ( ২৮ নভেম্বর ) কালুরঘাটের বিএফআইডিসি রোডে উদ্বোধন করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। সভাপতিত্ব করবেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। সকাল সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানটি হবে।
২৬৫ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি জেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পটির উদ্যোক্তা তথ্য প্রযুক্তি বিভাগ। আর বাস্তবায়ন করছে বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ। চট্টগ্রাম, সিলেটের কোম্পানিগঞ্জ, নাটোরের সিংড়া, কুমিল্লা, নেত্রকোণা, বরিশাল এবং মাগুরায় সেন্টারগুলো হচ্ছ।
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে একদিকে যেমন দক্ষ মানবসম্পদ সৃষ্টি হবে, তেমনি হাই-টেক পার্কে হবে তাদের কর্মসংস্থান। এ ছাড়া হাই-টেক পার্কে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি তৈরি হবে দেশীয় উদ্যোক্তা।
তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তোলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি, একাডেমিক ও তথ্যপ্রযুক্তি শিল্পে শক্তিশালী সংযোগ স্থাপন এবং আইটি-আইটিইএস খাতে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রকল্পের উদ্দেশ্য।