বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ফেনী: রাত পোহালেই ফেনী পৌরসভা নির্বাচন।
চার স্তরের নিরাপত্তায় বলয় থাকবে ভোট কেন্দ্রগুলোতে। নিরাপত্তায় থাকবে তিন প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টহল দল, প্রতিকেন্দ্র ৯ জন করে মোট ৪০৫ জন আনসার সদস্য ও প্রত্যেক কেন্দ্রে একটি করে পুলিশের মোবাইল টিমসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। প্রতি ওয়ার্ডে একজন করে ১৮টি ওয়ার্ডে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন। এছাড়াও থাকবে ১ জন জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী পৌরসভা নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে এ ৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি।
কেন্দ্রগুলো হলো- ১৩ নম্বর ওয়ার্ডের মহিপাল সরকারী কলেজ, ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬ নম্বর ওয়ার্ডের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭ নম্বর ওয়ার্ডেও রামপুর হাজী শামছুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর নুরীয়া হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা, চাইল্ড হ্যাভেন প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভায় ৪৭ হাজার ৩০৭ জন পুরুষ ও ৪৪ হাজার ৩৫৫ জন মহিলা ভোটারসহ মোট ৯১ হাজার ৬৬২ জন ভোটার রয়েছে। ৪৫টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ থাকবে ২৪১টি, অস্থায়ী ভোট কক্ষ থাকবে ১১ টি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী।
তিনি বলেন, ১৮টি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ৬টি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৫ জন কাউন্সিলরের জয় নিশ্চিত হয়ে গেছে। তাদের বেসরকারিভাবে বিজয়ীও ঘোষণা করা হয়েছে। মেয়রসহ বাকি আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জামাদি যথা সময়ে সব কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলাল উদ্দিন আলাল ভোটকেন্দ্রে নিরাপত্তায় শঙ্কা প্রকাশ করে বলেন, ইতোমধ্যেই ভোট কেন্দ্রগুলো আশপাশে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। এসব বহিরাগতরা ভোট কেন্দ্র বিশৃঙ্খলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
অপরদিকে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ভোটের আগেই নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। জনগণের ভোটে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে তারা নানা ষড়যন্ত্রে নেমেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, নিরাপত্তার ব্যাপারে তারা কঠোর থাকবেন-ভোট কেন্দ্রগুলোতে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা। একটি সুষ্ঠ-সুন্দর নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা-প্রচেষ্টা থাকবে।
ফেনীতে ব্রিফিংকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বাড়তি পুলিশ দিয়ে কঠোর নিরাপত্তার বলয় তৈরির ব্যবস্থা করা হয়েছে।