বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ১৯ জুন শনিবার ইঞ্জিনিয়ারিং ইনিন্সটিটিউটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। যা বাংলাদেশের ইতিহাসে প্রথাম ভারর্চুয়াল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন।
প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি। উদ্বোধন করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।
এ ব্যাপারে মঞ্চ ও সাজসজ্জা পরিষদের সদস্য সচিব এম এ এইচ মানিক বিজনেসটুডে২৪কে বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটির আহবায়ক অ্যাডভোকেট এম জিয়াউদ্দিন, যুগ্ম আহবায়ক এবিএম শাহজাহান এবং যুগ্ম আহবায়ক এম সালাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী সকল কাজকর্ম সম্পন্ন কাজ করে যাচ্ছি। সম্মেলনের সফলতা কামনা করি।
সম্মেলনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ১৪টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট।