বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ভোলা:শাবাজপুর গ্যাসক্ষেত্রের আওতাধীন ‘ভোলা নর্থ-২’ গ্যাসকূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কূপের ডিএসটি শেষ করলে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এ কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। এখানে কত পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে আগামী ৭২ ঘণ্টায় জানা যাবে।
নতুন করে তেল-গ্যাস পাওয়া গেলে সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে দক্ষিণাঞ্চলের জেলাগুলোয়। এতে জেলাগুলোর শিল্পায়ন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ১৯৯৪-৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউয়িনে প্রথমে গ্যাস আবিষ্কৃত হওয়ার পর এর নাম দেওয়া হয় শাহবাজপুর গ্যাসক্ষেত্র। ভোলা জেলার আদি নাম শাহবাজপুর। পর্যায়ক্রমে এ গ্যাসক্ষেত্রের আওতায় বোরহানউদ্দিন উপজেলয় পাঁচটি ও ভোলা সদরে আরও ৩টি স্পটে কূপ খনন করে বাপেক্স। চলতি বছর জুলাইয়ে আরও একটি কূপ খনন করবে সংস্থাটি।
চরফ্যাশন থেকে নিঝুম দ্বীপ পর্যন্ত ১২টি স্পটে গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে ভূ-কম্পন বা সিসমিক জরিপ করবে বাপেক্স। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার আশা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সর্বশেষ ভোলা সদরের ইলিশায় বিপুল পরিমাণ গ্যাস প্রাপ্তিতে উচ্ছসিত ভোলাবাসী।