Home আইন-আদালত শাহজালালে বাঘের হাড়সহ চীনা নাগরিক আটক

শাহজালালে বাঘের হাড়সহ চীনা নাগরিক আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাঘের হাড় পাচারের সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরের দিকে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১০ মার্চ) রাতে শু শাংজি নামের ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে বাঘের চারটি হাড় উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ। একপর্যায়ে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই সময় তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি হাড় উদ্ধার করা হয়। টি ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে তার ভেতরে টি ব্যাগের সাথে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।

ওই চীনা নাগরিককে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন আর্মড পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।