Home Uncategorized শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণ আটক

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণ আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

 কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, মাসকাট থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ৭.২৯০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। 

মোহাম্মদ আবদুস সাদেক আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং BS 322 এর মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট ১টি ব্যাগ থেকে মোট ৬২ টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম সারোয়ার উদ্দিন, তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

 ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হচ্ছে। এ বিষয়ে ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে কাস্টম হাউসের উপ-কমিশনার জানিয়েছেন।