বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়া শুরু হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাবনা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এ প্রসঙ্গে জানিয়েছেন যে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তরে এ ব্যাপারে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তি প্রক্রিয়া শুরু হবে।
শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ বন্ধ ২০০৯ সালের জুলাই থেকে। আর ২০১০ সালের জুলাই থেকে বন্ধ বাসা-বাড়ির সংযোগ। তবে, ২০১৩ সালে বাসা-বাড়িতে সংযোগ স্বল্প সময়ের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আবাসন ব্যবসায়ীরা। অনেক বাড়ি মালিকও সমস্যায়। আবার বিভিন্ন এলাকায় বেড়ে গেছে চোরাই সংযোগ।
অপরদিকে, সংকট নিরসনে এলএনজি আমদানি করা হচ্ছে শিল্প-কারখানার জন্য।করোনা পরিস্থিতিতে কয়েক মাস ধরে এখাতে চাহিদা অস্বাভাবিক হ্রাস পেয়েছে। কিন্তু আমদানি করতে হচ্ছে চুক্তি অনুসারে। এ প্রেক্ষাপটে বিশাল আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে পেট্রোবাংলা বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
কয়েক বছর আগে সংযোগের জন্য ডিমান্ড নোট ইস্যু করা হয়েছিল। সেই অনুসারে কেউ কেউ তা জমা করেছিলেন, আবার কেউ কেউ টাকা জমা করেননি। অবৈধভাবে ব্যবহারকারিদের অনেকে তাদের সংযোগ বৈধ করার আবেদন করেন। বিতরণ কোম্পানিগুলোর কাছে প্রায় এক লাখ আবাসিক সংযোগের আবেদন জমা রয়েছে। দেশে বৈধ আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় ৩৮ লাখ। তিতাস, কর্ণফুলী, পশ্চিমাঞ্চল, জালালাবাদ, বাখরাবাদ ও সুন্দরবন-এই ৬টি কোম্পানি গ্যাস বিতরণ করে।