Home First Lead শিপিং ডেমারেজ আদায় বন্ধ করতে বন্দরের জরুরি পত্র

শিপিং ডেমারেজ আদায় বন্ধ করতে বন্দরের জরুরি পত্র

 বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে আমদানি পণ্যের কন্টেইনারে শিপিং ডেমারেজ  আদায় বন্ধ করতে বলেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনকে ডেমারেজ/ডিটেনশন চার্জ বন্ধ করতে বলা হয়েছে। সোমবার এ ব্যাপারে জরুরি পত্র দেয়া হয়েছে। ইতঃপূর্বে ডিজি (শিপিং) যে সার্কুলার দিয়েছেন সে অনুসারে ব্যবস্থা নেয়ার জন্য পত্রে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে।

ডিজি (শিপিং) এর সার্কুলারে আমদানিপণ্যের কন্টেইনারে কোন ডেমারেজ আদায় করা যাবে না এবং আদায় করা ডেমারেজ ফেরত দেয়ার নির্দেশনা রয়েছে। সাধারণ ছুটির সময়ে কন্টেইনারে কোনরূপ ডেমারেজ ও ডিটেনশন চার্জ আরোপ না করার সুপারিশ করে অধিদপ্তর ২৯ এপ্রিল সার্কুলার জারি করে। তা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে ১১ মে যে সভা হয় তার সিদ্ধান্ত অনুসারে পরবর্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পর্যালোচনা ও সমন্বয় সভা হয়েছে ।

সার্কুলারের প্রেক্ষিতে মার্সক বাংলাদেশ লিমিটেড ৫০ ভাগ চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে । ২২ মে এক পত্রে তাদের কাস্টমারদের জানিয়েছে ২৬ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে কন্টেইনার ডিটেনশন চার্জ ৫০ ভাগ মওকুফ করা হয়েছে।  যারা শতভাগ চার্জ পরিশোধ করে পণ্য খালাস নিয়েছে তাদের বাড়তি চার্জ সমন্বয় করা হবে বা ফেরত দেয়া হবে। কনসাইনিদের সাথে তাদের যে দ্বিপাক্ষিক চুক্তি সেখানে বিষয়টি সংশোধন করা হবে বলে উল্লেখ করেছে মার্সক লাইন।

শিপিং এজেন্টদের কয়েকজন জানান, ডেমারেজ ও ডিটেনশন চার্জ মওকুফ বা ছাড় দেয়ার বিষয়টি সম্পূর্ণরূপে তাদের বিদেশি প্রিন্সিপালের ওপর নির্ভরশীল। ডিজি ( শিপিং )’র  সার্কুলার এবং পরবর্তীতে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভার ব্যাপারে প্রিন্সিপালকে অবহিত করা হয়েছে। কিন্তু কোন সিদ্ধান্ত আসেনি।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসায়ী-শিল্পপতিদের দুরবস্থা বিবেচনায় নিয়ে বন্দর কর্তৃপক্ষ ৩ দফায় শতভাগ স্টোররেন্ট মওকুফ করে কন্টেইনারের ওপর। এরপর ৩০ মে পর্যন্ত সময়ের জন্য ৫০ শতাংশ মওকুফ করেছে।