Home আইন-আদালত প্রবাসীর স্ত্রীসহ ধরা শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি

প্রবাসীর স্ত্রীসহ ধরা শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি

প্রবাসীর স্ত্রীসহ মাইনুল। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বরিশাল: গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে  শিবির নেত মো. মাইনুল ইসলাম পলাশ ফকির (২৬) ও সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানমকে (২৫) হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাইনুল ইসলাম পলাশ ফকির গৌরনদী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম। তিনি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে পলাশ ফকির। শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে। পরে ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করে। পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে।

ওসি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তাই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অশ্লীলতা ও বেহায়পনার অভিযোগে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা আল আমিন বলেন, এক বছর পূর্বে গৌরনদী উপজেলা শিবিরের সভাপতি ছিলো। অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পর তার সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে। এরপর তার কোনও খোঁজ আমাদের কাছে ছিলো না। শুক্রবার শুনতে পেয়েছি বদরপুরে আবারো একই ঘটনায় আটক হয়েছে।