Home Third Lead শিমুর স্বামীসহ ২জন গ্রেপ্তার, রক্তমাখা গাড়ি জব্দ

শিমুর স্বামীসহ ২জন গ্রেপ্তার, রক্তমাখা গাড়ি জব্দ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে রক্ত মাখানো একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।কেরানীগঞ্জ থানা পুলিশ গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করেছে।

পরে রাত ১১টায় কলাবাগান থানায় যায় জিডি করা হয়। সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে লাশ শনাক্ত করেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন।

নিহতের বোন ফাতেমা জানান, তার বোনকে কে বা কারা হত্যা করছে এ ব্যাপারে তাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। তবে তার বোনের ১৭ বছরের সংসার। এবং তার বোনের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। তিনি বোন জামাইকে হত্যাকারী হিসেবে এখনো নিশ্চিত করে বলতে পারেন না।

  তিনি বলেন, তারা মামলা করবেন এবং সত্যিকার অপরাধী বিচার চান। কেরানীগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত স্বামী সাখাওয়াত আলী নোবেল শিমুকে হত্যার দায় স্বীকার করেছে। এ বিষয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন শিমু। তিনি কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন।