Home Second Lead শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বিকাল পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত ১১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, ‘রমজান উপলক্ষে ১২ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকলে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটর করবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

মূলত রোজায় গ্যাস সংকটে পড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পর কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোবাংলা।

প্রসঙ্গত, রমজান মাসের প্রথম দিন থেকেই গ্যাস সংকটে পড়ে দেশ।  বিশেষ করে রাজধানীর বহু এলাকায় গ্যাস একেবারেই ছিল না। এ নিয়ে কয়েকদিন চরম ভোগান্তির পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।