আন্তর্জাতিক লালন মঞ্চের শিল্পী দেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী লুর্পণা মুৎসুদ্দির মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কয়েকটি মিউজিক ভিডিও ও অডিও প্রকাশ করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গানের ভিডিও ধারণ, সুঁটিং, রের্কর্ডিং শেষ হয়েছে। গানগুলোর মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং আধুনিক গানের কয়েকটি নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে সূত্রে জানায়। গানগুলো তার ব্যক্তিগত পেইসবুক ফেইস সুর প্রিয়াসী চট্টগ্রাম। নিজের নামে ইউটিউব চ্যানেলে ”লুপর্ণা মুৎসুদ্দি” প্রকাশ করা হবে। কয়েকটি গানে সম্প্রতি তার ফেইসবুক ফেইস সুরপ্রিয়াসী চট্টগ্রাম ও ইউটিউবে অল্প সময়ের মধ্যে হাজার হাজার ভিউয়ার হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের মেয়ে লুপর্ণা মুৎসুদ্দি ৯০ এর গণআন্দোলনে গানে গানে প্রতিবাদ জানিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। চট্টগ্রামে আওয়ামী সাংস্কৃতিক গোষ্ঠীর ব্যানারে ১৯৮০ সালের দিকে চট্টগ্রাম সিটির প্রয়াত মেয়র এ.বি.এম মহিউদ্দনি চৌধুরীর গড়ে আওয়ামী শিল্পী গোষ্ঠীর মাধ্যমে প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী অশোক সেন গুপ্তের অনুপ্রেরণায় সংগীত জীবনে প্রবেশ করেন। ১৯৯০ সালের গণআন্দোলনে জনপ্রিয় সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং শিল্পীদের মধ্যে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি, সূবর্ণা মোস্তাফা এমপি, অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদী, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, শিশির দও, প্রয়াত শ্যাম সুন্দর বৈষ্ণব, চট্টগ্রামের আঞ্চলিক গানের রানী প্রয়াত শেফালী ঘোষ, প্রয়াত শিল্পী প্রবাল চৌধুরী, প্রয়াত সংগীত শিল্পী ফকির আলমগীর, বিশিষ্ট আবৃত্তিকার রঞ্জিত রক্ষিত, কামালুদ্দীন নীলু অনেকের সাথে একই মঞ্চে একাধিক অনুষ্ঠান করেছে। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী। সংগীত পরিচালক প্রয়াত অশোক সেন লেখা এবং সুরে, প্রয়াত দীপক আচার্য্যরে কথা ও সুরে, প্রয়াত জি.কে দওর কথা ও সুরে, শিল্পী এবং সংগীত পরিচালক রিটন কুমার ধরের বেশ কিছু গানে তিনি কন্ঠ দিয়েছে। অধিকাংশ গান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়েছে। সংগীত অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় ও স্থানীয় অনেক সংগঠন সংস্থা প্রতিষ্ঠান থেকে অসংখ্য পুরস্কার সম্মাননায় ভূষিত হন। চট্টগ্রামের জনপ্রয়ি সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি জানান, আন্তর্জাতিক লালন মঞ্চের শিল্পী হিসেবে সারা দেশে পরিচিতি পেলেও নিজ এলাকা চট্টগ্রামের মানুষের কাছে তিনি সেভাবে পরিচিত হতে পারেনি, চট্টগ্রাম মানুষের দৃষ্টিতে আসার জন্য এবং চট্টগ্রামের মেয়ে হিসেবে নিজকে পরিচয় তুলে ধরতে লালন সংগীতের শিল্পী হিসেবে পরিচিত হলেও এবার আধুনিক গানের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক গানের মিউজিক ভিডিও ও অডিও গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন । সংবাদ বিজ্ঞপ্তি