বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: জাঁকিয়ে পড়ছে শীত। এ অবস্থার মধ্যে তাপমাত্রার পারদ আরও নেমে যাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
চলতি জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর একটি হবে তীব্র। বুধবার থেকে শুরু হতে পারে একটি শৈত্যপ্রবাহ।
আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, দেশে একটি কুয়াশাবলয় প্রবেশ করেছে। এ কারণে সোমবার সন্ধ্যার পর থেকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে দক্ষিণ–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দুই থেকে চার দিন ওই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মাসের মাঝামাঝি সময়ে আরেকটিসহ চলতি মাসে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে।
বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এখন কাগজে কলমে শৈত্যপ্রবাহ নেই। তবে উত্তরী হাওয়া বেশ থাকায় ও কুয়াশার দাপটে শীতের অনুভূতিও বেশ রাতে ও সকালে। এমন আবহাওয়া আরও দুদিন থাকবে। পরে তাপমাত্রা কমতে থাকবে। এসময় দেশের বিস্তীর্ণ এলাকায় আরেকদফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
চলতি জানুয়ারি মাসে অন্যান্য বছরের মতোই বেশ শীত থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মৌসুমে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় এ তিন দিন গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল।
গত বছরের শেষ দিনে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ বয়ে যায় পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।