Home Second Lead শীতের সবজি বাজারে, দাম অস্থির

শীতের সবজি বাজারে, দাম অস্থির

ছবি: আজিম অনন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শীতকালীন সবজি বাজারে আসছে। নগরীর হালিশহর ও আনন্দবাজারের শীতকালীন সবজি বাজারে দেখা না গেলেও মিলছে যশোর ও মেহেরপুরের বাঁধাকপি, ফুলকপি। তবে দাম প্র্রতি কেজি ১শ’র বেশি বিক্রি হচ্ছে।

শুক্রবার (০২ অক্টোবর) নগরীর পাহাড়তলি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপির দাম একটু বেশি হলেও অন্যান্য সবজির দামও অস্থির। আলু এবং কাঁচামরিচের দাম অপরিবর্তিত রয়েছে।

শীতের সবজি সিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাক দরে। তাছাড়া, পটল ৬০ টাকা, খিরা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, টমোটো ৯০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, গাজর ৯০ টাকা, লাউ ৩০ টাকা, আলু ৪০ টাকা ও কাঁচামরিচ কাঁচামরিচ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মো: ইদ্রিস বিজনেসটুডে২৪ কে বলেন, উত্তরবঙ্গে বন্যার কারণে সবজি পর্যাপ্ত পরিমাণ আসছে না, তাই সবজির দাম বেশি, আমরা ৫/৬ টাকা লাভে খুচরা বিক্রয় করছি।

অন্যদিকে পেঁয়াজ ৮০ টাকা, রসুন ৭০টাকা ও দেশি আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থিতিশীল রয়েছে মাছের বাজার। ইলিশ ১ কেজির বেশি ৬০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, লইট্টা ৯০ টাকা, বড় রুই ২২০ টাকা, বাগদা চিংড়ি ৫২০ টাকা, কাতল ১৮০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। ডিমের শত ৮৫০ টাকা ও ডজন ১০৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতা খালেদ হোসাইন বিজনেসটুডে২৪ কে বলেন, সবজির বাজার অস্থির, ক্রয় ক্ষমতার মধ্যে নেই বললে চলে। তবে মাছ-মাংসের বাজার স্বাভাবিক।

মুরগীর বাজারে পোল্ট্রি ১১০ টাকা, লেয়ার ২৩০ টাকা ও সোনালী ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস রানের ৬৫০ টাকা এবং হাঁড় ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০-৮৫০ টাকায়।