Home Third Lead শেয়ারবাজারে সূচক পতন

শেয়ারবাজারে সূচক পতন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইড) সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগেরদিনের তুলনায় বেড়েছে।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬৩৮ ও ১৫৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির বা ২২.০৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬১টির বা ৬৯.৪১ শতাংশের এবং ৩২টির বা ৮.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ২৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)তে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৪৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.১৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, কোহিনুর কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, এমবি ফার্মা, লিন্ডেবিডি ও বিডি ল্যাম্পস লিমিটেড

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৪৬ পয়েন্ট কমে ২০ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।