বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির জন্য ভারতীয় স্টকগুলি গত সপ্তাহে প্রচণ্ড ধাক্কা খেয়েছে। মন্দার আশঙ্কা এবং পরিস্থিতির চাপে পড়ে স্টক ছেড়ে দিচ্ছেন শেয়ারহোল্ডাররা। এছাড়া ভারতীয় ইকুইটি বাজারে রুপির দুর্বলতা এবং এফআইআই দ্বারা বিক্রি স্টকগুলি বাজারের উপর যে চাপ সৃষ্টি করছে সেই চাপের প্রভাব কিছু মানসম্পন্ন স্টকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আর এরকম পরিস্থিতিতে ভারতের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা-র পোর্টফোলিওতে থাকা তাঁর দুটি প্ৰিয় স্টক এই সপ্তাহে বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে, বিগ বুলের গত সপ্তাহে ৫টি সেশনে ১,০০০ কোটির বেশি লোকসান হয়েছে।
রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফলিওতে থাকা যে দুটি স্টক সম্প্রতি তাঁকে নিরাশ করেছে, তার মধ্যে প্রথমটি হল তাঁর পছন্দের টাইটান কোম্পানি এবং অন্যটি হল স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি। এই দুই কোম্পানির শেয়ার গত সপ্তাহে ব্যাপক বিক্রি হয়েছে। সেইসাথে রাকেশ ঝুনঝুনওয়ালা ১,০০০ কোটি টাকা হারিয়েছেন।
গত সপ্তাহে এই দুটি স্টকের গতিবিধি লক্ষ্য করলে বোঝা যায়, টাইটানের স্টক গত ৫টি ট্রেডিং সেশনে ২,০৫৩.৫০ টাকা থেকে ১,৯৪৪.৭৫-তে নেমে এসেছে এবং স্টার হেলথের স্টক ৫৩১.১০ থেকে ৪৭৫.৯০ টাকায় নেমে এসেছে।
জানুয়ারী-মার্চ ২০২২ সালের ত্রৈমাসিকের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, টাইটান কোম্পানিতে রাকেশ ঝুনঝুনওয়ালার ৩,৫৩,১০,৩৯৫ টি বা কোম্পানির ৫.০৯ শতাংশ শেয়ার রয়েছে। একইসাথে তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার ৯৫,৪০,৫৭৫ গুলি শেয়ারহোল্ডিং রয়েছে। অর্থাৎ ঝুনঝুনওয়ালা দম্পতির মোট ৪,৪৮,৫০,৯৭০ গুলি টাইটনের শেয়ার রয়েছে। একইভাবে রাকেশ ঝুনঝুনওয়ালার স্টার হেলথের ১০,০৭,৫৩,৯৩৫ গুলি বা কোম্পানির মোট মূলধনের ১৭.৫০ শতাংশ রয়েছে। সেইসঙ্গে গত সপ্তাহের শেয়ার বাজারে পতনের পর রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান কোম্পানিতে প্রায় ৪৮৫ কোটি টাকা এবং স্টার হেলথে ৫৫৫ কোটি টাকার লস হয়েছে।