গাজীপুর থেকে মোঃ রাসেল মিজি: শ্রীপুর পৌরসভার কর আদায়কারী শফিউল আলমের বিরুদ্ধে প্রায় এক কোটি ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেছেন। রবিবার রাতে তিনি নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সোমবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
অভিযুক্ত শফিউল আলম রায়হান (৪০) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটগাঁও গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
অভিযোগে বলা হয়: ২০১৭ সালের ৮ জুন গাজীপুরের শ্রীপুর পৌরসভায় কর আদায়কারী হিসেবে যোগদান করেন শফিউল আলম। গত ১৭ ফেব্রুয়ারি র্যাব-১৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। তিনি এখন জামিনে মুক্ত ।
গ্রেপ্তারের পর থেকে শফিউল আলমকে শ্রীপুর পৌরসভার কর আদায়কারী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
কর আদায়কারী শফিউল আলমের অর্থ আদায় সংক্রান্ত কর্মকাণ্ড যাচাইয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়। শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেনকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। ওই কমিটি গত ৩০ মে পৌর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিটি তার যোগদানের পর থেকে গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক কোটি ছয় লাখ টাকা আত্মসাতের প্রমাণ পান। এই টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা না দিয়ে তার ব্যক্তিগত জিম্মায় রাখার অভিযোগ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, রবিবার রাতে শ্রীপুর পৌরসভার কর আদায়কারী শফিউল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে মেয়র আনিছুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্ত শফিউল আলম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।