Home অন্যান্য আলু পেঁয়াজ আমদানি করছে ভারত

আলু পেঁয়াজ আমদানি করছে ভারত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: আলু ও পেঁয়াজ আমদানি করছে ভারত।

প্রাথমিকভাবে কয়েকদিনের মধ্যে ২৫ হাজার টন পেঁয়াজ এবং ১০ লাখ টন আলু আমদানি করা হচ্ছে।

খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৬৫ টাকা। এটা গড় মূল্য। অনেক বাজারেই কেজি ৮০ টাকার ওপরে।

ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, মিসর ও আফগানিস্তান থেকে ইতিমধ্যে ৭ হাজার টন পেঁয়াজ এসে পৌঁছেছে। ভুটান থেকে আলু আসছে ৩০ হাজার টন। জানুয়ারি পর্যন্ত আমদানি শুল্ক কমিয়ে ১০% করা হয়েছে।

দাম কমাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের যথেচ্ছ মজুতদারিতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে, এই সময়ের মধ্যে ২৫ টন পর্যন্ত পেঁয়াজ মজুত রাখতে পারবেন পাইকারি বিক্রেতা। খুচরো বিক্রেতারা ২ টন। এ ছাড়া, দাম কমাতে ৩৬ হাজার টন পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে।