চট্টগ্রাম: মঙ্গলবার শুলকবহ ওয়ার্ডের দরিদ্র অসহায়দের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয় মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহানের ব্যাক্তিগত উদ্যোগে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, যে কোন সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আমাদের রয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার মত একজন মানবতাবাদী, দক্ষ, দুরদর্শী ও সাহসী প্রধানমন্ত্রী। তাঁর সঠিক নেতৃত্ব, দিক নির্দেশনা ও অনুপ্রেরনায় সংশ্লিষ্ট দপ্তরসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, যারা যার অবস্থান থেকে করোনা ও খাদ্য সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে। রোগ বালাই মোকাবেলায় চিকিৎসা বিজ্ঞান কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু রোগ বালাই থেকে মুক্ত থাকতে পারার কৌশলটা আমাদেরকেই মানতে হবে। সচেতনতার সাথে সরকারি নির্দেশনা মেনে আমাদেরকে করোনার সংক্রমণ শূন্যে নিয়ে আসতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকতার ফারুক, কফিলউদ্দিন খোকন, অহীদ চৌধুরী মুক্তি, প্রিয়লাল গোস্বামী, সমাজ সেবক বাছা মিয়া সওদাগর, সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন, এম এ এইচ মানিক, আবুল কাসেম, জাহেদ হোসেন টিটু, মো. আলি, মো. হোসেন প্রমুখ ।
-সংবাদ বিজ্ঞপ্তি