বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফরিদপুর: মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন ঘটনাস্থলে। দুজন মারা গেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন, নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সর্দার (৬৫), তাঁর ছেলে ইমান সর্দার (২৮), কাঠিয়া বড়গ্রামের রাজিব খানের স্ত্রী দীপা খান (৩৪), জেলা সদরের চরচাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী মালতী সরকার (৪০), জেলা শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার ফজিরুন নেছা (৬০), চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জের আলম মিয়া (৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়ার আজিবুর হোসেন (৪০)। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, আহতদের হাসপাতালে নেয়া হলে ৫জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মারা গেছেন ২ জন।