বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার পরিমাণে এক হাজার ৭০১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৪ কোটি ৩৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।