বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রামের প্রশাসন। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, খুলশী, পতেঙ্গা ও বায়েজিদ থানার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ এপ্রিল) ছয় জন ম্যাজিস্ট্রেট সকাল-বিকেল দুই শিফটে এ অভিযান পরিচালনা করেন।
নগরীর কোতোয়ালি সদরঘাটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। তিনি এসময় শেরে বাংলা রেস্তোরাঁকে দুই হাজার টাকা, হানিফ হোটেলকে দেড় হাজার টাকা, মাওলানা হোটেল অ্যান্ড বিরানি হাউসকে দেড় হাজার টাকা, বাঙালিয়ানাকে পাঁচ হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজকে চার হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে এক হাজার টাকা ও উজালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকাসহ মোট ৭টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড করেন।
পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। ওই সময় তিনি, জিম সেন্টারকে পাঁচশ টাকা, সাহেববাবু বৈঠকখানা ও সি মারমেই রেস্তোরাঁকে পাঁচশ টাকা, পতেঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক হাজার টাকা এবং পোডামাটি রেস্টুরেন্টকে দুই হাজার টাকাসহ ছয়টি মামলায় মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। তিনি জানান, জামান হোটেলকে দুই হাজার টাকা, নিউ মালঞ্চ রেস্টুরেন্টকে পাঁচশ টাকা, ভাতঘর হোটেলকে পাঁচশ টাকা, নুর মোহাম্মদ হোটেলকে পাঁচশ টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক পাঁচলাইশে সাতটি হোটেলকে পাঁচ হাজার সাতশ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ চকবাজার এলাকায় তিনটি হোটেলকে দুই হাজার তিনশ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বায়েজিদের জালালাবাদ হোটেলকে তিন হাজার টাকা, এরিটস ফুডটসকে দুই হাজার টাকা, হোটেল প্যরাগনকে পাঁচ হাজার টাকা, মা কুলিং কর্নারকে এক হাজার টাকা, সাতকানিয়া কুলিং কর্ণারকে দুই হাজার টাকা, ইজি মালঞ্চকে এক হাজার টাকা, হাজী বিরানিকে পাঁচশ টাকা, মালঞ্চকে পাঁচশ টাকা জরিমানা করেন।