Home শেয়ারবাজার সরকারি বন্ড শেয়ারবাজারে লেনদেন করতে পারবে সা. বিনিয়োগকারীরা

সরকারি বন্ড শেয়ারবাজারে লেনদেন করতে পারবে সা. বিনিয়োগকারীরা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

সরকারি বন্ড শেয়ারবাজারে লেনদেন করার বিষয়ে কাজ করছেে অর্থমন্ত্রনালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক সহ বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান।

সেই সাথে সাধারণ বিনিয়োগকারীও যাতে সরকারি বন্ড কেনাবেচা করতে পারে সেই বিষয়ে কাজ করা হচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সভাকক্ষে অর্থ মন্ত্রনালয়ের সচিব, বিএসইসি কমিশনার ড. শায়খ শামসুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ ব্যাংক, দেশের উভয় স্টক এক্সচেঞ্জের এমডিরা সহ বাজারসংশ্লিষ্ট সবাই এক বৈঠক করেন।

বৈঠক সূত্র মতে, বৈঠকে কিভাবে অতি দ্রুত সরকারি বন্ডগুলোর লেনদেন চালু করা যায় এবং বর্তমানে যে ২৫ লাখের বেশি বিও অ্যাকাউন্ট আছে তারাও য়াতে লেনদেন করতে পারে সে বিষয়ে আলোচনা হয়।