Home কৃষি সরিষা চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা

সরিষা চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিরাজগঞ্জ: কয়েক দফা বন্যা আর জলাবদ্ধতার কারণে উল্লাপাড়ার দ্বিতীয় প্রধান ফসল সরিষার চাষ পিছিয়ে পড়েছে।

বর্তমানে জমি থেকে পানি নেমে গেলেও লোনা ধরার কারণে জমিগুলো শুকাতে দেরি হচ্ছে। ফলে সঠিক সময়ে সরিষার চাষ শুরু করতে না পারায় শঙ্কায় কৃষকরা।

উপজেলার বেশ কয়েকটি এলাকার মাঠে এখনো কম-বেশি বন্যার পানি রয়েছে।

কৃষকরা জানান, এখন সরিষা ফসলের চাষাবাদের মৌসুম চলছে। কার্তিক মাসের প্রথম থেকেই এর জমি তৈরি ও বীজ বোনা শুরু হয়। এখন কার্তিক মাসের মাঝামাঝি সময় চলছে। বন্যা ও জলাবদ্ধতার কারণে এখনো সরিষা বোনা শুরু করতে পারেনি চাষিরা। জমি থেকে পানি নেমে যাওয়ার পর মাটি শুকালে তবেই হালচাষ দিয়ে জমি তৈরি করে সরিষার বীজ বোনা হবে বলে জানান চাষিরা।

উপজেলার উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজমল হক বলেন, এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে। বন্যা আর জলাবদ্ধতার কারণে সরিষা চাষে পিছিয়ে পড়ছেন কৃষকরা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা ফলনে তেমন কোনো সমস্যা হবে না।