বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: রমজান উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ এবিএম মহিউদ্দীন চৌধুরীর পরিবার পরিচালিত ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন’-এর উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।
রমজানের প্রথমদিন ৮০০ পরিবারকে এই খাদ্য সাহায্য দেওয়া হয়। এর পরের দুইদিনেই তা পৌঁছেছে দেড় হাজারে।
শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ফাউন্ডেশনের উদ্যোক্তা এবিএম মহিউদ্দীন চৌধুরীর কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, ‘আব্বু ছিলেন মানুষের জন্য নিবেদিতপ্রাণ। তিনি মানুষকে খাওয়াতে পছন্দ করতেন। আমরাও আব্বুর পছন্দের কাজগুলোর মাঝে তাঁকে খুঁজে পাই। আমরা তাঁর অবর্তমানে গণমানুষের পাশে থাকার চেষ্টা করছি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, চট্টগ্রামের গণমানুষের আপনজন চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী রমজানে হাজার হাজার মানুষ নিয়ে একসাথে ইফতার করতেন। তাঁর মৃত্যুর পর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গতবছর থেকে করোনার কারণে ফাউন্ডেশনের পক্ষে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।
প্রসঙ্গত, গতবছর করোনা সংক্রমণের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন ব্যাপক ত্রাণ তৎপরতার উদ্যোগ নেয়। নগরীর যে প্রান্ত থেকেই ফোন আসতো ফাউন্ডেশনের কর্মকর্তা, ছাত্রলীগ-যুবলীগের স্বেচ্ছাসেবকরা সেখানে খাদ্য সহায়তা পৌঁছে দিত।
করোনা সংক্রমণের শুরু থেকে ৮০ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।