Home Second Lead সাংবাদিক কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিলেন তরফদার রুহুল আমিন

সাংবাদিক কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিলেন তরফদার রুহুল আমিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিলেন চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সাইফপাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

শনিবার প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে তিনি অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল ইসলাম।