Home শেয়ারবাজার সাউথ বাংলা ব্যাংকের আইপিওর শেয়ার বরাদ্দ

সাউথ বাংলা ব্যাংকের আইপিওর শেয়ার বরাদ্দ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারী ৬০, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ৭৬ এবং প্রবাসী বিনিয়োগকারীরা ১০৮টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া, ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রমুখ। এর আগে ব্যাংকটি গত ৫-১২ জুলাই পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

আইপিওতে ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ৯৪ পয়সা। সংবাদ বিজ্ঞপ্তি

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button