দেশব্যাপী কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছে দেশবন্ধু গ্রুপ। গ্রুপের ৩০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেনামালঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবীদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশবন্ধু গ্রুপের কর্ণধাররা দেশের পিছিয়ে পড়া অঞ্চল থেকে ওঠে এসেছেন। ৩০ বছরে দেশবন্ধু গ্রুপ যেভাবে উঠে এসেছে তা সত্যিই অবাক করার মতো। দেশবন্ধু গ্রুপ কতদূর যাবে, তা জানিনা, তবে তারা দেশে যে কর্মসংস্থান তৈরি করেছে তা সত্যিই সম্মানের যোগ্য।
বাণিজ্যমন্ত্রী বলেন, উত্তারাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য দেশবন্ধু গ্রুপ নীলফামারীতে ডেনিম কারখানা তৈরি করেছে।
সেখানে অসংখ্য মানুষ কর্মরত রয়েছেন।
টিপু মুনশি বলেন, পিয়াজের সংকট যাতে দেশে না হয় সেজন্য দেশবন্ধু গ্রুপ উন্নতমানের কোল্ডস্টোরেজ তৈরি করার পরিকল্পনা করছেন। এটি নির্মিত হলে পিয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। দেশে ভালো কিছু করার মানসিকতা দেশবন্ধু গ্রুপের রয়েছে।
অনুষ্ঠানে আগামী দিনের দিক-নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান।
জানা গেছে, ১৯৮৯ সালে ট্রেডিং ও সার আমদানির মাধ্যমে যাত্রা শুরু করে দেশের অন্যতম শিল্প গ্রুপ ‘দেশবন্ধু’। তারপর থেকে দেশের এই প্রতিষ্ঠিত শিল্প গ্রুপটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাঁটি হাঁটি পা পা করে আজ গ্রুপটি অগ্রগতির ৩০ বছর উদযাপন করছে। বর্তমানে চিনিশিল্প, সিমেন্টশিল্প, সার কারখানা, শপিং মল, শিপিং, টেক্সটাইল মিল, তৈরি পোশাক কারখানা, পলিমার, কনজ্যুমার, বেভারেজ, ক্যাপটিভ পাওয়ার প্লান্ট, আবাসন ও লজিস্টিকসহ চালকল থেকে শুরু করে মিডিয়াÑসবই রয়েছে দেশবন্ধু গ্রুপের।
একইসঙ্গে দেশবন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে দেশবন্ধু গ্রুপের কর্ণধার গোলাম মোস্তফার বাবা-মায়ের নামে সাহেরা-ওয়াসেক হাসপাতাল। কুড়িগ্রামের নাগেশ^রীতে প্রতিষ্ঠিত এই হাসপাতালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ সেবা পাচ্ছেন। এছাড়া মিডিয়া প্রতিষ্ঠান দৈনিক আজকালের খবর পত্রিকার কার্যক্রম চলছে।