Home রাজনীতি সাবেক প্রতিমন্ত্রী, ফুটবলার মির্জা হালিম মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী, ফুটবলার মির্জা হালিম মারা গেছেন

মির্জা আবদুল হালিম

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রবীণ রাজনীতিক ও জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক প্রতিমন্ত্রী মির্জা আব্দুল হালিম বার্ধক্যজনিত নানা জটিলতায় শুক্রবার সকালে পাবনার বেড়া থানার কৈটুলা গ্রামে মারা গেছেন। বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পাবনার বেড়া থানার কৈটুলা গ্রামে নিজের বাসভবনে সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি মারা যান। তারা জানান, বিকেলে গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপি প্রতিষ্ঠার পর মির্জা হালিম দলের যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ন্যাপ ভাসানীর দল থেকে বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী ছিলেন। পাবনা সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি সাংসদ নির্বাচিত হন।

ঢাকার প্রথম বিভাগ ফুটবলে মির্জা আব্দুল হালিম ফুটবলার হিসেবেও জনপ্রিয় ছিলেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি ফুটবল খেলেছেন দীর্ঘদিন।