ঢাকা: সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে আকাশ মেঘলা, কমছে তাপমাত্রা। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ১২ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়া। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (০ ৯ডিসেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আগামী দুইদিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে,এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।
-বাসস