চট্টগ্রাম:সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামনব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান।
তিনি সকলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভোটার, নির্বাচনের প্রার্র্থীবৃন্দ, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন তাঁদের সুযোগ্য নেতৃত্বে এসোসিয়েশন আরো সমৃদ্ধ হবে এবং সদস্যদের কল্যাণে তাঁরা নিরন্তর কাজ করে যাবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ শরীফ ও আলহাজ্ব মোঃ আবদুন নুর। বিদায়ী সভাপতি এ কে এম আকতার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) তাঁদের বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
৯ মার্চ লেডিস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৯টি পদে ৫৯ জন প্রার্থী প্রততা করেন। মোট ২৪৮৪ জন ভোটারের মধ্যে ১৯৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।