Home First Lead সিনোফার্মের ১৭ লাখ টিকা ঢাকার পথে

সিনোফার্মের ১৭ লাখ টিকা ঢাকার পথে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসছে। বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব তথ্য জানান। মঙ্গলবার সকালে এ তথ্য দেন ইয়ান।

তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে।

আরও জানান, শিগগিরই বাংলাদেশ-চীন যৌথভাবে টিকা উৎপাদনে যাবে।

এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসবে। এর মধ্যে কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ, চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন উপহার হিসেবে দেবে আরো ১০ লাখ টিকা।

মাসখানেক আগে ৬ জুলাই হুয়ালং ইয়ান আরেক পোস্টে লিখেছিলেন, ভবিষ্যতে বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের প্রতিষ্ঠানগুলো তাদের এখানকার অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে করোনার টিকা সরবরাহ করেছে। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে এক কোটি ডোজের প্রথম চালান চীন হস্তান্তর করতে যাচ্ছে।

তখন আরও বলেছিলেন, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ প্রথম যে ব্যাচের টিকা হাতে পেয়েছে, তা চীনের। অনেকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে গবেষণার পাশাপাশি টিকা উৎপাদন করছে তার দেশ। একই সঙ্গে চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে।

গত জুনে চীনের সিনোভ্যাকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।