Home First Lead সিন্ডিকেটের ফাঁদে চামড়া

সিন্ডিকেটের ফাঁদে চামড়া

চট্টগ্রামে রাস্তায় পড়ে থাকা চামড়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দাম না পেয়ে বিপুল পরিমান কোরবানির পশুর চামড়া রাস্তায় ফেলে গেছে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা।

আতুরার ডিপো চামড়ার আড়ত এলাকায়  ঈদের দিন দুপুরের পর থেকেই পশুর চামড়া নিয়ে আসতে থাকে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। তারা জানান, প্রতিটি চামড়া গড়ে ১৫০ টাকায় কিনে নিয়ে এসেছেন কিছুটা লাভের আশায়। শুরুতে আড়তদাররা চামড়া প্রতি ৫০ টাকা মূল্য দিতে রাজি হন। এতে রাজি না হয়ে একপর্যায়ে অন্তত মূল টাকাটা পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকেন ব্যবসায়ীরা। এভাবে দিনরাত অপেক্ষার মধ্যে এখন বিক্রি তো দূরের কথা কেউ কাছেও আসেনি। ইতিমধ্যে চামড়াগুলোর গুণগত মান নষ্ট হয়ে গেছে। দীর্ঘ সময় লবণবিহীন পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়া এসব চামড়া আর কোনো কাজে আসবে না। রাস্তায় ফেলে যাওয়া চামড়া থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আশেপাশের মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছে। এসব চামড়া অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন।

সিলেটে অম্বরখানায় চামড়া

সিলেট: কোরবানির পশুর চামড়া  নগরীর আম্বরখানায় উন্মুক্তভাবে ফেলে রাখা হয়েছে। এমন কাজ করেছেন জগন্নাথপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চামড়া ফেলে রাখায় সকাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকাময়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন পুরো এলাকাবাসী।দুপুরে সিলেট সিটি করপোরেশন অভিযান চালিয়ে চামড়াগুলো অপসারণ করে।

সিসিকের পরিচ্ছন্নকর্মীরা চামড়াগুলো সরিয়ে ট্রাকযোগে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যান। সেখানে নিয়ে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন সিসিকের কর্মকর্তারা। চামড়া ডাম্পিং করে রাখা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিসিক মেয়র।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, চামড়া স্তুপ করা ওই চেয়ারম্যানের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তিনি নিজের ইউনিয়নে চামড়া রাখতে না পেরে নগরীতে এনে স্তুপ করেছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আমি বিষয়টি অবহিত করেছি।

রাজশাহীতে পদ্মার তীরে

রাজশাহী: রাজশাহীতে দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া পদ্মা নদীতে ফেলা হয়েছে। রবিবার দুপুরের দিকে রাজশাহীর বুলনপুরে আই-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে ১৫০০ পিস ছাগলের চামড়া পদ্মা নদীতে ফেলা হয়। তৌহিদ ফেরদৌস তন্ময় নামে একজন ফেসবুক ব্যবহারকারী পদ্মা নদীতে কোরবানির পশুর চামড়া ফেলার ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘রাজশাহীর চমড়া ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া পদ্মা নদীতে ফেলে দিচ্ছে। রাজশাহীর আই-বাঁধ সংলগ্ন নদীতে চামড়াগুলো ফেলে দিয়েছে তারা। এইভাবেই নষ্ট হচ্ছে আমাদের দেশের সম্পদ ও পদ্মা নদীর পরিবেশ।’